Logo
HEL [tta_listen_btn]

সুবিধাবাদী আ’লীগারদের থেকে সাবধান আনোয়ার হোসেন

সুবিধাবাদী আ’লীগারদের থেকে সাবধান আনোয়ার হোসেন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যার ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, সুবিধাবাদী আ’লীগারদের থেকে সাবধান থাকতে হবে। ওরা সুবিধা ভোগ করেই চম্পট দেয়। ওরা বিষাক্ত সাপের চেয়েও খারাপ। রোববার (২২ আগস্ট) বিকেলে জাতীয় শোকদিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে নাসিক ১৬নং ওয়ার্ড আওয়ামীগ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু যখন হত্যা করা হয় তখন ভাবলাম একটা কিছু করা দরকার। আমরা তখন রাজপথে থেকে ছাত্ররাই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম,আজ যেদিকে তাকাই শুধু আওয়ামীলীগ আমার ভয় হয় আরেকটা ১৫আগস্ট না যেন না হয়। আজকে সবাই নেতা হতে চায়, তাই শ্রমিকলীগের প্রতি আমার অনুরোধ থাকবে কোন শত্রæ যেন না ঢুকতে পাওে, আমাদের দেশ গঠনে যেন তারা আবার বাধার সৃষ্টি করতে না পারে। সুবিধাবাদীদের কাছ থেকে সাবধান থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও হাজ্বী রুহুল আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব, মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল,১৬ ওয়ার্ড আওয়ামীগ সভাপতি মনোয়ার হোসেন মনা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা শ্রমিকলীগের সভানেত্রী ও সাবেক কাউন্সলর খোদেজা খানম নাসরিন, জেলা মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদিকা নিলা আহাম্মেদ নিশি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com