নিজস্ব সংবাদদাতা:
২০২২ সালের ৭ ফেব্রæয়ারি শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) নির্বাচনের মেয়াদ। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। সে হিসেবে, চলতি আগস্টের পর যে কোন দিন হতে পারে নির্বাচন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইসি থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইসি’র উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরিষদের প্রথম সভা, সীমানা এবং ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত তথ্য স¤পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। এছাড়া নির্বাচন আয়োজনে কোনো আইনি জটিলতা থাকলে তা জরুরী ভিত্তিতে ইসিকে জানাতে বলা হয় ওই চিঠিতে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ ডিসেম্বর। প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রæয়ারি। সেই হিসাবে এই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ৭ ফেব্রæয়ারি। ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। সেই হিসাবে গত ১১ আগস্ট থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ক্ষণ গণনা শুরু হয়েছে। আইন অনুযায়ী, ২০২২ সালের ৭ ফেব্রæয়ারির মধ্যে এই সিটিতে নির্বাচন আয়োজন করতে হবে। এই বিষয়ে জানতে চাইলে ইসি’র উপ-সচিব মোঃ আতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ১১ আগস্ট থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। এই সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে কোনো আইনি জটিলতা আছে কি-না তা জানাতে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার জানান, সভায় নারারণগঞ্জ সিটি করপোরেশনসহ বেশ কিছু নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোন নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।