নিজস্ব সংবাদদাতা:
নারী নির্যাতন প্রতিরোধ (ইয়াসমিন হত্যা) দিবস উপলক্ষে নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ২৪ আগস্ট সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মহিলা ফোরামের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মহিলা ফোরামের সংগঠক বিথী মাহমুদের সভাপতিত্বে ও সুলতানা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, মহিলা ফোরামের সংগঠক খায়রুন নাহার, মিমি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার । নেতৃবৃন্দ বলেন, ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে গৃহকর্মী ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ ও নির্যাতন করে হত্যা করে। বোন হত্যার বিচার চাইতে গিয়ে সেদিন আন্দোলনে দিনাজপুরে ৭ জন ভাইকে জীবন দিতে হয়েছিল। এই দিবসটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে বাংলাদেশে পালিত হয়ে আসছে। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান করোনাকালে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এর সাথে বৃদ্ধি পেয়েছে বাল্যবিবাহ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই অর্থাৎ ৭ মাসে ১ হাজার ৯৭৫ নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬২২ জন নারী ও শিশু। পুলিশের রিপোর্টে জানা যায় ৯৭ ভাগ মামলায় কোন বিচারই হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি নারী শিশু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। নারীর প্রতি বৈষম্য দূর করতে হবে। সম্পত্তিতে নারীর সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে। পরিমনির প্রতি রাষ্ট্রের যে অবিচার তা পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রকাশ। তিনবার রিমাÐে নেয়া, জামিন চাইতে না দেয়া ইত্যাদি সুস্পষ্ট মানবাধিকার লংঘন। নারীর প্রতি ভোগ্যপণ্য মানসিকতা দূর করতে হবে। নারী সুরক্ষায় আইনের প্রয়োগের সাথে সাথে রাজপথেও সংগ্রাম গড়ে তুলতে হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।