বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ইটখোলা মালিককে মোঃ মামুন (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ আগস্ট) রাতে বাড়ী ফেরার পথে বন্দর থানার চৌরাপাড়া কবি নজরুল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার চাচাতো গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতের স্বজন জাহাঙ্গীর ডালিম জানান, ইট বিক্রির টাকা নিয়ে বুধবার বাড়ী ফেরার পথে চৌরাপাড়া এলাকার কথিত কিশোর গ্যাং প্রধান সোহাগ ও সালাউদ্দিনের নেতৃত্বে পিস্তল ঠেকিয়ে ধারালো চাপাতি দিয়ে ব্যবসায়ী মামুনকে এলাপাথারী কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যবসায়ী মামুনের অবস্থা আশংকাজনক। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।