নড়াইল সংবাদদাতা :
“মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” শ্লোগানকে সামনে রেকে নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য বিনামূল্যে ১০০ কৃষকের মাঝে ৩ টি ফলের চারা ও শব্জি বীজ বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস পরিচালিত এবং নড়াইল খামার বাড়ী কৃষি অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জি, এম, এ গফুর বিশ্বাস, বিশেষ অতিথী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিষান কিষানীরা।ষকদের অবগত করেন। অতিথীবৃন্দ তাদের বক্তব্যে চারা ও বীজ রোপনের নিয়মাবলী উল্লেখপূর্বক ফলের বিভিন্ন গুনাগুন সম্পর্কে কৃষকদের অবহিত করেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।