নিজস্ব সংবাদদাতা:
রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিস্তারিত জানিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছে প্রত্যক্ষদর্শী চার শ্রমিক। ঘটনার দিন তারা কারখানায় কর্মরত ছিলেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে এ জবানবন্দি দেন তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার বিকেলে সিআইডি প্রত্যক্ষদর্শী চার শ্রমিককে আদালতে হাজির করে। পরে তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। উল্লেখ্য, গত ৮ জুলাই রূপগঞ্জে সজীব গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠানের হাসেম ফুডস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। সেখানে পুড়ে মারা যান ৪৮ জন এবং প্রাণে বাঁচতে ভবন থেকে লাফ দিয়ে আরও ৩জন মারা যান। ৯ জুলাই রাতে তাদের ময়নাতদন্ত শেষ হয়। ১০ জুলাই অগ্নিকাÐের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ওই মামলায় পুলিশ সজীব গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, সিইও শাহেন শান আজাদ, উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দিনকে গ্রেফতার করে। তাদের চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। এরইমধ্যে ১৪ জুলাই চেয়ারম্যান হাসেমসহ দুই ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম আদালত থেকে জামিন পান। আর বাকি ছয় জনকে কারাগারে পাঠানো হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।