নিজস্ব সংবাদদাতা:
ডিবি পুলিশের ভুয়া পরিচয় দেয়া এক যুবককে হাতে-নাতে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ এনামুল হক সোহান। সে নগরীর পাইকপাড়ার বাসিন্দা মোঃ কামাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদারতে প্রেরণ করা হয়। মামলা নং ২২।এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান বলেন, আমরা তাকে ডিবির ভুয়া পরিচয় প্রদান কালে হাতে-নাতে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলা হয়েছে ও আদালতে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।