Logo
HEL [tta_listen_btn]

জামপুর ইউনিয়ন জাপা’র দোয়া মাহফিল

জামপুর ইউনিয়ন জাপা’র দোয়া মাহফিল

সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) জাতীয় পার্টি জামপুর ইউনিয়নের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফুল ভূঁইয়া মাকসুদের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকা। এমপি খোকা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অসমাপ্ত কাজ দ্রæত শেষ করতে তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে একটি আধুনিক বাংলাদেশ গড়ার, বিশ্বের দরবারে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাড়াবে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে অনেক মেগা প্রকল্পের কাজ হাতে নিয়েছেন তিনি রাতদিন পরিশ্রম একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কাজ করেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করে। এ সময় আরও উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন সভাপতি আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির ভূঁইয়া, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা হাজী শ্যামল শিকদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, আলী জাহান মেম্বার, আশরাফুল আলম, রোকসানা মেম্বার, সহ নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com