মো: জিহাদুল ইসলাম, নড়াইল :
নড়াইলের নড়াগাতী থানার পাটনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ হৃদয় লস্কর (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে ওই যুবককে আটক করা হয়। হৃদয় লস্কর ওই গ্রামের বিধান লস্করের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাটনা গ্রামে অভিযান চালিয়ে হৃদয় লস্করকে ৩০০ পিচ ইয়াবা ও নগদ ৯ হাজার ৭ শত টাকাসহ আটক করেন। এ সময় তার সহযোগী একই গ্রামের জাফর খানের ছেলে মো: তরিকুল ইসলাম (৩৫) পালিয়ে যায়। এ বিষয়ে এ এস আই মাহফুজুর রহমান বলেন, আটকপূর্বক মাদক কারবারীকে জব্দকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক তরিকুলকে আটকের চেষ্টা চলছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।