রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌসভার যাত্রামুড়া এলাকার বেদেপল্লীর কিশোর ও স্থানীয় হামিদা মডেল স্কুলের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম (১১) গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। সে গত ২৫ জুন দুপুরে তারাবো বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। পরনে ছিল চেক শার্ট ও জিন্সের প্যান্ট। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান প্রার্থী মাতা নাসিমা আক্তার, মোবাইল নম্বর -০১৯২১-৮০৪৫৬৪।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।