সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মোঃ পারভেজ(৩৫)। তিনি সোনারগাঁ উপজেলার মুছারচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবরের সদস্যদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোনো পূর্ব শত্রæতা জের ধরে খুনের শিকার হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।