Logo

চিটাগাংরোডে ৩ চাঁদাবাজ গ্রেফতার

চিটাগাংরোডে ৩ চাঁদাবাজ গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ গিয়াস উদ্দিন (৬২), মোঃ ফয়েজ আহম্মেদ (৫৮), সালেহ আহম্মেদ (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৫ হাজার ১শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২শ’ ৫০ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com