Logo
HEL [tta_listen_btn]

সদর উপজেলায় টিকাদান শুরু

সদর উপজেলায় টিকাদান শুরু

নিজস্ব সংবাদদাতা:
নানা নাটকীয়তার দীর্ঘ ৭ মাস অতিবাহিতের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার টিকাদান বা ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হয়েছে। করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে টিকাদান কেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনেক প্রতীক্ষার পর অবশেষে ভাইরাসের প্রতিরোধক নিবন্ধনকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ আর দিক নির্দেশনায় চলতি বছরের ৭ ফেব্রæয়ারি সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২টি হাসপাতালে করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এই কার্যক্রম থেকে বঞ্চিত ছিল শিল্পঘন অঞ্চল নারায়ণগঞ্জ সদর উপজেলার সাড়ে ৯ লাখ মানুষ। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘সদর উপজেলায় আজকেই প্রথম কেন্দ্রটি উদ্বোধন হলো। সরকারি নির্দেশনায় উপজেলার অডিটোরিয়াম হলরুমে টিকাদান এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ টিকার জন্য আবেদন করে ছিল। আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধনকৃত সকলেই টিকা পেয়ে যাবে।’ এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস বলেন, এখানে আমরা চীনের তৈরি কোভিড টিকা সিনোফার্মের ভ্যাক্সিন দিয়ে কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকাসহ অন্যান্য টিকাও প্রদান করা হবে। কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ইপিআই তত্ত¡াবধায়ক লুৎফর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারি সার্জন ডা. নূরে আকতার, মেডিকেল অফিসার ডা. উম্মে তানিয়া সুলতানা ও ডা. সাজিয়া সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com