ফতুল্লা সংবাদদাতা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফতুল্লা থানা কমিটির সাবেক সভাপতি, সাবেক জেলা কমিটির সদস্য ও বর্তমান সিপিবি হাজীগঞ্জ শাখার সদস্য আবুল হোসেন মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী শোক প্রকাশ করেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ আসর তল্লা বাইতুল মামুর জামে মসজিদে (চেয়ারম্যান বাড়ি মসজিদ) অনুষ্ঠিত হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।