বন্দর সংবাদদাতা:
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮) বছরের এক যুবতী হোসিয়ারী নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় লম্পট হোসিয়ারী মালিক আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা হোসিয়ারী কর্মীর মামা আফজাল মিয়া শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ৪(৯)২১। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ওই দিন দুপুরে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষক আলম (৩৫) বন্দর থানার ২১নং ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। ধর্ষণ মামলার বাদী গণমাধ্যমকে জানিয়েছে, আমার ভাগ্নী বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ শান্তিনগর এলাকায় আমার নিজ বাড়িতে থেকে আমার ভাগ্নী (১৮) বছরের যুবতী হোসিয়ারী কর্মী বন্দর কলাবাগ এলাকায় দীর্ঘ দিন ধরে আলম মিয়ার হোসিয়ারীতে কাজ করে আসছে। এ সুবাদে লম্পট আলম মিয়া হোসিয়ারী কর্মীকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এর ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট বেলা ১১টায় লম্পট হোসিয়ারি মালিক লম্পট আলম মিয়া ওই হোসিয়ারী কর্মীকে হোসিয়ারি কারখানায় ডেকে আনে। ওই সময় লম্পট হোসিয়ারী মালিক বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ভাগ্নীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গত ২০ আগস্ট আমার ভাগ্নী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে আমার স্ত্রী জানতে চাইলে ওই সময় আমার ভাগ্নী জানায় সে ৬ মাসের অন্তসত্বা। এ ঘটনায় স্থানীয় ভাবে বিচার চেয়ে না পেয়ে অবশেষে শুক্রবার সকালে এ ব্যাপারে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানিয়েছে, হোসিয়ারী শ্রমিক ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ভিকটিমকে ডাক্তরি পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরন করে। সে সাথে ধর্ষক হোসিয়ারী মালিক ধর্ষক আলমকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের পর থেকে লম্পট ধর্ষক গা ঢাকা দিয়েছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।