নিজস্ব সংবাদদাতা
দিন দিন করোনার নতুন রূপধারণে নিত্যনতুন আতঙ্কে পড়ছে মানুষ। সংক্রমণও অনেকটা উর্দ্ধমূখী। এদিকে সরকার ঘোষিত বিধি নিষেধ শিথিল ঘোষণা করলেও। সংক্রমণ কমের কোনো উন্নতি নেই। থেমে নেই মৃত্যুও। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১৬জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৫ হাজার ২শ’ ৮জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ১৮জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আরো বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ৩ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৬১হাজার ৪শ’ ৬০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ১জন, বন্দরে ২জন, এনসিসি এলাকায় ৮জন, রূপগঞ্জে ৩জন, সদর উপজেলায় ২জন, সোনারগাঁ এলাকায় জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।