সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে আগামী ৭ অক্টোবর। ওই দিন উপজেলার মানুষ নির্ধারণ করবে, কে হবে তাদের প্রতিনিধি। নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় বৃহ¯পতিবার (২ সেপ্টেম্বর) ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন। সিসি এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক তফসিলে জানানো হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর দালিককৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ, ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ৭ অক্টোবর ভোট গ্রহণ হবে। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ এলাকা। বিদ্রোহীসহ ৪ প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে হারিয়ে ২০১৯ সালের ৩১ মার্চ এই উপজেলার চেয়ারম্যান হয়ে ছিল মোশারফ হোসেন। গত ২২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর থেকে পদটি শূণ্যই ছিল। এদিকে, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহŸান জানিয়েছে আওয়ামী লীগের দফতর স¤পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।