নিজস্ব সংবাদদাতা
প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে স্টিয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এনায়েত নগর শ্রী শ্রী কালী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। এ সময় হান্নান সরকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের আওতায় ঋণ প্রদান,গৃহহীণদের গৃহ নির্মাণ, অবকাঠামো, রাস্তা ও ড্রেন নির্মানসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। মাননীয় মেয়রের নির্দেশে জনগনের দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা,কমিউনিটি কর্মী আরিফুজ্জামান,প্রকল্প প্রকৌশলী শামীম আজাদ,১৯,২০ ও ২১নং ওয়ার্ডে ক্লাস্টার সভাপতি মায়ানুর আহমেদ মায়া,ঋষিপাড়া শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি সুনিল দাস,জীবন দাস,মানিক দাস প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।