সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁও পৌরসভা দৈলেরবাগ এলাকায় অভিনব পদ্ধতিতে দোকানের উপরের টিন কেটে সাংবাদিক মিঠুর দোকানসহ ২টি বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান দোকান মালিকরা। রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতের পর যে কোনো সময় এ চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিক মিঠু বলেন, এটি নতুন কোনো চুরির ঘটনা নয়, পূর্বে একিই পদ্ধতিতে বেশ কয়েকবার এই এলাকায় কয়েকটি দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। পার্শ¦বর্তী কয়েকজন ব্যবসায়ী জানান, এই ধরনের চুরি একেরপর এক বেশ কয়েকবার সংগঠিত হওয়ায় আমরা নিজেরাও নিজেদের দোকান নিয়ে শঙ্কিত। উক্ত দুঃসাহসিক চুরি হতে নিজেদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চুরিকৃত মাল উদ্ধারে প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী দোকান মালিক ও অন্যান্য ব্যবসায়ীরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।