Logo

মামুন মাহমুদের বিরুদ্ধে ফুঁসছে সিদ্ধিরগঞ্জ বিএনপি

মামুন মাহমুদের বিরুদ্ধে ফুঁসছে সিদ্ধিরগঞ্জ বিএনপি

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠন। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন ত্যাগীনেতাকর্মীদের মাইনাস করে আওয়ামী আতাঁতকারীদের দিয়ে কমিটি প্রদানের পায়তারাকারী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের অপসারণ চাই। আমরা বিএনপির জন্মলগ্ন থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে জড়িত আছি। বিভিন্ন মামলা হামলায় জেল জুলুম খেটেও সকল প্রকার আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা জানতে পারলাম শাহ আলম হীরা কে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব করা হচ্ছে। শাহ আলম হীরার মা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদিকা, তার ভাই শ্রমিকলীগ করে, তার ছেলে ছাত্রলীগ করে, তার স্ত্রীও আওয়ামীলীগ করে। এই আওয়ামীলীগের এজেন্টকে জেলা বিএনপির সদস্য সচিব আধ্যপক মামুন মাহমুদ আওয়ামীলীগের স্বার্থ রক্ষার্থে শাহ আলম হীরাকে থানা বিএনপির সদস্য সচিব বানানোর পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা জানায় এবং মামুন মাহমুদের অপসারণ চাই। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এম এ হালিম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি হাজী মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ ঢালী, জাহাঙ্গির হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা আনিছ সিকদার, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবুল হোসেন, সেলিম মাহমুদ, ইউছুফ, নাজিম উদ্দিন, দুলাল হোসেন, মোক্তার হোসেন, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ ফরিদ, মাহাবুব, তৈয়ব হোসেন, বাপ্পি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com