বন্দর সংবাদদাতা:
হত্যাকান্ডের নয়দিন পরও প্রধান আসামী গ্রেফতার করতে পারেনি বন্দর থানা পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন হত্যার শিকার মোতালিবের পরিবার। মোতালিবকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মুছাপুর ইউনিয়নবাসী এবং ব্রিকফিল্ড মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত ইটভাটার মালিক মোতালিবের স্ত্রী মাসুদা বেগম, ছোট ছেলে মুশফিকুর রহিম, ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মুছাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মঞ্জুর আলম, ব্রিকফিল্ড সমিতির সদস্য সোহরাব, দেলোয়ার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ আগস্ট রাতে মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় ইটভাটা মালিক মোতালিবকে কুপিয়ে হত্যা করা হয়। মামলার ৯দিনেও প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অন্য আসামিরা। আসামীরা বারবার নিহত মোতালিবের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্যে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে নিহত মোতালিবের পরিবারের নিরাপত্তা ও এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। আমরা চাই না আর কোনো মোতালিবকে এভাবে আমাদের মাঝ থেকে হারাতে। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় জমি সংক্রান্ত জের ধরে ইটভাটা মালিক মোতালিবকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহত মোতালিবের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।