নিজস্ব সংবাদদাতা
২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার নারায়ণগঞ্জের কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ তালিকায় কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ঢাকা বোর্ড থেকে গত বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হয়। করোনা মহামারির থাবায় দীর্ঘদিন বন্ধ থাকা পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হলো। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। কেন্দ্র তালিকায় ঢাকা বোর্ড বলছে, ভ্যেনু কেন্দ্রগুলো মূলকেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবেন এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূলকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবেন। জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষা কেন্দ্রের তত্ত¡াবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সিনিয়র কোন অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন । লাইভ নারায়ণগঞ্জের পাঠকদের জন্য এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস তুলে ধরা হল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।