নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা করার জন্য বলেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শামীম ওসমান। গত ৬ সেপ্টেম্বর চাষাঢ়া রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এক সভার আয়োজন করেন শামীম ওসমান। সেখানে তিনি বলেন, এনসিসির ২৭টা ওয়ার্ডে একেক দিন তিনটা ওয়ার্ডে কর্মীসভা হবে। আপনারা ওই ২৭টা ওয়ার্ডে কর্মীসভা করার পর আমি ওই সকল এলাকায় গিয়ে দেখে আসবো। যে ওই এলাকায় আপনাদের পায়ের নিচে মাটি কতটুকু আছে। মূলত নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তোলার জন্যই এ কর্মীসভার আয়োজন বলে জানান আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এই কর্মীসভা। এরই ধারাবাহীকতায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভার প্রস্ততি নেয়াও হয়েছে। ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই স্থান ও সময় নির্ধারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উচ্ছ¡াস বেড়েছে। এতো কমসময়ের মধ্যে কর্মীসভার আয়োজন করা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঐক্যের অনন্য এক নজির বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধমহল। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের একাধীক নেতাকর্মী জানান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং থাকবে। আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে এবং এড. খোকন সাহার নেতৃত্বে আমরা সুন্দর ভাবে কর্মীসভা গুলো সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। আমাদের কর্মীসভা আয়োজনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।