Logo
HEL [tta_listen_btn]

কাঁচপুরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাঁচপুরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে মহাসড়কের পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কাঁচপুর এলাকায় সরকারি জায়গা দখল করে ওই এলাকার প্রভাবশালী চাঁদাবাজ চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৫০০০০ থেকে ৭০০০০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে। কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাচঁপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com