নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন নারী সংহতি আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক পপি রাণী দাস। নাসিকের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়বেন বলে জানিয়েছেন তিনি। গতবারও এই পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন পপি। রোববার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্ট থেকে স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দেন। তিনি লেখেন, ‘শুভেচ্ছা ও সালাম নিবেন। আমি পপি রাণী সরকার ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশন নির্বাচনে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মত সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আমার সব থেকে বড় শক্তি ছিল একগুচ্ছ তরুণ কর্মী বাহিনী এবং আমার প্রাণের শহর নারয়ণগঞ্জের সকল স্তরের মানুষের সমর্থন ও ভালোবাসা। গত নির্বাচনের পর থেকেই নানান সময় আমি আমার সামর্থ্য মত কাজ করার চেষ্টা করে গেছি। কাজ করে সব সময় সরব থেকেছি। এই করোনার দুর্যোগের সময়ও নানান ধরনের সামাজিক কাজ এবং আমি আমার সামর্থ্য মত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি তা আপনারা অনেকেই জানেন। পপি রাণী লিখেছেন, ‘গত বারের ন্যায় এবারও নাসিক নির্বাচনে আমি ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচন করতে চাই। নির্বাচনে অংশ নিতে আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, দোয়া চাই। গতবারের ন্যায় এবারও আপনারা আমার পাশে থেকে আমাকে সাফল্য অর্জনে সহযোগিতা করবেন।’
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।