নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। মাসিক সভায় মাদক, ডিএনডির জলাবদ্ধতা, যানজট নিরসন, কিশোর গ্যাং এর ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেন, সমাজে মাদক ও কিশোর গ্যাং এর ভয়াবহতা যেভাবে বেড়ে চলেছে তা রোধ করতে হলে সবার আগে পিতা মাতাকে এগিয়ে আসতে হবে। সন্তান কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখতে হবে। সন্ধার পর কোন সন্তান যেন ঘরের বাহিরে বের না হতে পারে সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আজাদ বিশ্বাস, ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, উপজেলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মামুন মিয়াসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।