আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে বিদ্যুতের তারের সাথে লেগে পুরে গেছে এক ব্যাক্তি, আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠায়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আড়াইজাহার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম (৪০)। তিনি নারান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং ফকির ফ্যাশনে কর্মরত শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, দালানের ছাদের উপরে জাম্বুরা পাড়তে যায়। এ সময় উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ছোঁয়া লেগে শরীরে আগুন ধরে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আরিফ ভ‚ঁইয়া জানান,
বিদ্যুতের আগুনে পুরে জহিরুল ইসলাম নামে এক ব্যাক্তি এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে রেফার করি। তার শরীরের আনুমানিক ৬০ ভাগ পুড়ে গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।