নিজস্ব সংবাদদাতা
করোনার প্রকোপ মানুষের মধ্যে কেটে গেলেও। সংক্রমণ কিন্তু নিজ গতিতেই চলছে। কখনো বেশী কখনো কম। হঠাৎ করেই ১১ দিনের বিরতিরপর মৃত্যু খবর পাওয়া গেলো। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬৩জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৫ হাজার ৮শ’৫জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে সোনারগাঁও উপজেলায় ২নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২১জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ১৫ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৬৭হাজার ৬শ’৭৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ৭জন, বন্দরে ৬জন, এনসিসি এলাকায় ১৪জন, রূপগঞ্জে ২০জন, সদর উপজেলায় ১৩জন, সোনারগাঁও এলাকায় ৩জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।