নিজস্ব সংবাদদাতা:
মহান শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র মৈত্রীর উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা কেন্দ্রিয় ঘোষিত ৫ দফা ও স্থানীয় ভাবে জেলার ২ দফা সংযুক্ত করে ৭ দফার দাবিতে উপস্থাপন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রিয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুল দাস আলো, সাবেক ছাত্র মৈত্রী কেন্দ্রিয় নেতা ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মÐলীর সদস্য গোলাম মোস্তফা সাচ্, ছাত্র মৈত্রী জেলা সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতি সম্পাদক জয়িতা রহমান, মেহেদী হাসান প্রমুখ। সমাবেশ শেষে একটি র্যালী শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।