সোনারগাঁ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুরের তালতলা বরপা সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই নারীর বয়স ৩০-৩৫ বছর হতে পারে। সোনারগাঁর তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইকবাল হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না অথবা কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ওই নারীর পরিচয় উদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেয়া হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।