Logo

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব

ফতুল্লাসংবাদদাতা:
ফতুল্লায়প্রবাসীর স্ত্রী (৩৫) কে কু প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ঐ নারীর বাবা,চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম সহ নারীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলেফতুল্লা মডেল থানার শাসনগাও মাদবর বাড়ী এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একই এলাকার মৃত লেবু মিয়ার পুত্র সহোদর তিন ভাই দেলোয়ার হোসেন দেলু(৫০), মোজাম্মেল (৪৫) ও মনির হোসেন(৫৫)। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বাদীর স্বামী একজন প্রবাসী।প্রবাসে থাকার সুবাদে পাশের বাড়ীর মোজাম্মল তাকে প্রায় সময় কু-প্রস্তাবের পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াতের সময় অশালীন কথাবার্তা বলে আসছে। বাদী বিষয়টি তার পরিবারকে অবগত করে। এতে করে মোজাম্মেল তার পরিবারের সদস্যদের কে প্রায় সময় গালমন্দ সহ হুমকী- ধমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ৫টার দিকে মোজাম্মেল বাদীর বাড়ীর সীমানার পিছনের দিকে প্রবেশ করে একটি গাছ লাগানোর চেস্টা করলে ঘটনাস্থলে গিয়ে বাদীর বাবা আনোয়ার হোসেন(৬০) চাচা মনির হোসেন (৫৫) বাধা প্রদান করে। এতে করে মোজাম্মেল ক্ষিপ্ত হয়ে সহোদর দুই ভাই দেলু ও মনির কে ডেকে এনে বাদীর বাবা ও চাচাকে বেদম প্রহার করে।এ সময় তাদের ডাক-চিৎকারে বাদীর চাচাতো ভাই সাজ্জাদ হোসেন শান্ত এগিয়ে এলে তাকে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাদী তাদের সাহায্যার্থে এগিয়ে এলে মোজাম্মলে ও তার ভাই দেলু বাদীর কাপড়-চোপড় টেনে হিচড়ে খুলে ফেলে শ্লীলতাহানি করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়বাসী এগিয়ে এসে তাদেরকে আহতবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com