সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
উচ্চ গতিতে গাড়ি চালানোর অপরাধে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। বিআরটিএ সদর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ মোর্শেদ মিশুর নেতৃত্বে ১৬ টি প্রসিকিউশন দাখিল করে ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালত স্পিডগানের মাধ্যমে গাড়ির অতিরিক্ত গতি পরীক্ষা করে এ সকল জরিমানা করেন। এ অভিযানে কাঁচপুর হাইওয়ে পুলিশ সদস্যরা সহযোগীতা করেছেন। এ সময় উপস্থিত আদালতকে সার্বিকভাবে সহযোগীতা করেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, টিআই ওমর ফারুক, সার্জেন্ট দুলাল আহমেদসহ কাঁচপুর হাইওয়ে থানার অন্যান্য সদস্যরা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।