সোনারগাঁ সংবাদদাতা:
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আওয়ামী লীগ সরকার কারুশিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের মতন অন্যকোন সরকার কারুশিল্প উন্নয়নে তেমন কাজ করেনি। এই সরকার উন্নয়নের সরকার। সব সেক্টরেই বর্তমান সরকার উন্নয়ন করে যাচ্ছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে কারুশিল্পে উন্নয়নের ফলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার দেশের কারুশিল্পীদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থা করেছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে কারুশিল্পীদের জন্য তৈরি করা হয়েছে কারুপল্লী চত্বর। এখানে কারুশিল্পীরা তাদের পণ্য তৈরি ও বিপননের সুযোগ পাচ্ছেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক অসীম কুমারদে, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পটির ভৌত নির্মাণকাজ গত ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য ১শ’ ৪৭ কোটি ২৬ লাখ আট হাজার টাকা বরাদ্ধ করা হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে, জাদুঘর ভবন সম্প্রসারণ, অডিটরিয়াম ভবন (মাল্টিমিডিয়া হল), লোকজ রেস্তোরা-কাম-স্যুভেনির সপ, বাংলো (রেস্ট হাউজ), লেক খনন, লেকের পাড় সুরক্ষা ইত্যাদি। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়া কথা রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।