নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে করোনার গণটিকা প্রদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী গণটিকা কার্যক্রম চলবে। এই কার্যক্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী জানান, নগরীর ২৭টি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে এই গণটিকা কার্যক্রম চলবে। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ২৭ হাজার জনকে টিকা দেওয়া হবে। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে মুঠোফোনে খুদেবার্তা যাবে। খুদেবার্তা ছাড়া টিকা দেওয়া হবে না। তিনি আরও জানান, টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে সকল ওয়ার্ড কাউন্সিলর-সচিবদের সমন্বয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই বিষয়ে সোমবার বিকেলে ওয়ার্ড সচিবদের দিকনির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।