Logo

বিপদে যাকে পাবেন তাকেই ভোট দেবেন – সেলিম ওসমান

বিপদে যাকে পাবেন তাকেই ভোট দেবেন – সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন,বিপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দেবেন। নির্বাচন নিয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না। কেউ অপচয় করবেন না। জনগন যাকে ভোট দিবেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু আপনারা যাকেই ভোট দিবেন একবার ভাববেন বিপদের সময় কে পাশে ছিল আর কে ঘরে বসে ছিল। বিপদে যে ঘরে বসে ছিল তাকে যদি নির্বাচিত করে আনেন তাহলে ভবিষ্যতেও বিপদে তাদেরকে পাশে পাবেন না। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আর যারা নির্বাচন করতে চান। তারা নির্বাচনে যে পরিমান অর্থ খরচ করবেন যদি জনগনের সেবার মানসিকতা থাকে তাহলে সেই পরিমাণ অর্থ দিয়ে এলাকার অনেক অসহায় পরিবারকে পুণর্বাসন করে দিতে পারবেন। সকলের কাছে অনুরোধ থাকবে বন্দরে নির্বাচন নিয়ে কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। কারো সাথে মনোমালিন্য যেন না হয়। যদি একটি ইউনিয়নে একটি দল থেকে ৪ জন প্রার্থী থাকেন তাহলে আপনারা নিজেরা বসে আলোচনা করে ঠিক করে নিবেন কে নির্বাচন করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম কুদরত এ-খুদা, বন্দন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দি আহম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, এনসিসি ১৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মুন্না, এনসিসি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com