হোমনা সংবাদদাতা:
পুরো হোমনা উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি তোলা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় বক্তারা এ দাবি তোলেন। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে সম্প্রতি ঘারমোড়া ইউনিয়নে দু’গ্রামের সংঘর্ষের ঘটনায় ব্যবহৃত পেট্রোল বোমা এবং এয়ারগান ব্যবহারকারীদের গ্রেফতার ও সেগুলো উদ্ধারের দাবি উঠেছে। পাশাপাশি পুরো উপজেলায় পুলিশি তৎপরতা বাড়িয়ে মাদক ও জুয়া নির্মূলের বিষয়ে আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান (প্যানেল-১) মোঃ মহসিন সরকার, পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকালী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহীদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার মোল্লা, মোঃ শাহজাহান মোল্লা, খন্দকার জালাল উদ্দিন, নাজিুরুল হক ভূঁইয়া, তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক প্রমুুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।