সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি শ্রমিক নেতা আশ্রাফ উদ্দিনকে হত্যার হুমকি ও তার বাড়িতে হামলার প্রতিবাদে অর্ধদিবস কর্ম বিরতি পালন করেছে ট্যাংকলরি শ্রমিকরা। বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল দশটায় একর্মসূচি পালন করা হয়। আশ্রাফ উদ্দিন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয়কমিটির সহসাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি। আশ্রাফ উদ্দিন জানান,পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার সিরাজুল ইসলাম মন্ডলের লোকজন ২৫ সেপ্টেম্বর ভোরে আমার বাড়িতে হামলা চালায়। এঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় জিডি করি। সংগঠনের সহসভাপতি মতিউর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয়কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোদনাইল পদ্মা ডিপো শাখা সভাপতি জাহিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, নাসিক ছয় নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, শ্রমিক নেতা আব্দুল আজিজ, ট্যাংকলরি মালিক সমিতির সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন মহাজন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাস্টার,ফতুল্লার যমুনা ডিপো শাখার শ্রমিক নেতা পলাশ, আল-আমিন, মুন্না, হাবিবুর রহমান ইফতি, শাহেদ, নাহিদ, সাগর, জীবন, সোহাগ, রহমান, ইফতি, রুবেল, দীপ্তি, বাবু, বিল্লাল সহ আরো অনেকে। বাংলাদেশ ট্যাংকলরি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোদনাইল পদ্মা শাখার সভাপতি জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি আশ্রাফ উদ্দিনকে তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে তার লাশ গুম করার হুমকি দিচ্ছে। সম্প্রতি ওই সকল সন্ত্রাসীরা তার বাড়িঘরে হামলা চালিয়ে তার প্রাণনাশের চেষ্টা চালিয়েছেন। অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।