Logo

টোপ দিয়ে নির্বাচনে জিততে চান আইভী

টোপ দিয়ে নির্বাচনে জিততে চান আইভী

নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের প্রক্কালে এবার নগরীর স্বাস্থ্যখাত নিয়ে আশার বানী শোনালেন সিটি মেয়র আইভী। তিনি বলেছেন, আগামী ৫ তারিখ দেওভাগে ডায়ালসিস সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি। বন্দরেও আমরা কিডনি ডায়ালসিস এর ব্যবস্থা করবো। শনিবার (২ অক্টোবর) নগরীর ২১নং ওয়ার্ড বন্দরের সোনাকান্দায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর ও মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনকালে তিনি একথা বলেন। নগরবাসী জানায়, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ রয়েছে। কিন্তু নগরীর স্বাস্থ্যখাতে তাদের কোন ভূমিকা নেই। যার প্রমাণ পাওয়া গেছে, করোনাকালে। বিশ^ব্যাপী মহামারী করোনায় যখন নারায়ণগঞ্জ রেডজোন হিসেবে চিহ্নিত হয় সেসময় সিটি কর্পোরেশনের কোন কার্যক্রম চোখে পড়েনি নগরবাসীর। অথচ প্রতি বছর স্বাস্থ্য খাতের নামে কোটি কোটি টাকার বাজেট করা হয়। কিন্তু নগরবাসী করোনাকালে একটি হ্যাক্সিসলও পায়নি সিটি কর্পোরেশন থেকে। এনিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্যখাত ও মহামারী করোনাকালে কোন ভূমিকা না থাকা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন আসন্ন হওয়ায় স্বাস্থ্যখাত নিয়ে আশার বানী শোনালেন মেয়র আইভী। মেয়র আইভীর ভাষ্যমতে, বন্দর ডায়াবেটিক সমিতি সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালনা করবে। ১৯নং ওয়ার্ডে আরেকটি হাসপাতাল করার জন্য টেন্ডার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি শুরু হবে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ২৪নং ওয়ার্ড নবীগঞ্জে ডিসপেনসারী শেষ হয়ে গেলো। শেষ হয়নি, শুরু, ওখানে বহুতল ভবন হবে। সেই কাজ চলছে। তবে, নগরবাসীর অভিযোগ ‘এতো দিন পর ওনার মনে পড়ছে, স্বাস্থ্য সেবা নাগরিক অধিকার। এ সেবার দুরবস্থা দীর্ঘ ১৮ বছরেও কেন নজর দিলেন না? এখন যখন চারদিকে এ নিয়ে সমালোচনা হচ্ছে, আর যখন সামনে নির্বাচন, তাই তিনি স্বপ্ন দেখাচ্ছেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com