নিজস্ব সংবাদদাতা:
করোনার সংক্রমন অনেকটা কমে গেছে। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে, কিন্তু আক্রান্তের ঝুকিঁ এখনো রয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে করোনার উপস্থিতি পাওয়ায় সেটি বন্ধ করে দেয়া হয়েছে। করোনার সংক্রমন থেকে স্থায়ী সমাধন পেতে অপেক্ষমান সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২৪জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৬ হাজার ২শ’ ২১জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে রূপগঞ্জ উপজেলায় একজন পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৬জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রোববার (৩ অক্টোবর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ২ অক্টোবর থেকে ৩ অক্টোবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৪৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৭৫হাজার ৫শ’ ৫৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ২জন, বন্দরে ০জন, এনসিসি এলাকায় ৬জন, রূপগঞ্জে ৮জন, সদর উপজেলায় ৭জন, সোনারগাঁ এলাকায় ১জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।