নিজস্ব সংবাদদাতা:
সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের দুর্গাপূজার মন্ডপগুলোতে জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তার ভাষ্য মতে, এবার পূজামন্ডপগুলোতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও মেটাল ডিটেক্টর রাখতে হবে। দিনের আলো থাকতে থাকতে প্রতিমা বিসর্জন দিবেন। আশা করি কারও কোনো সমস্যা হবে না। রোববার (৩ অক্টোবর) দুপুরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে আয়োজিত এই সভায় তিনি এ কথা জানান।পুলিশ সুপার আরও বলেন, কেউ যদি দিনের আলোর পরে প্রতিমা বিসর্জন দেন আর সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সে দায় সংশ্লিষ্ট পূজা কমিটির লোকজনকেই নিতে হবে। নিরাপত্তা অনেক জরুরি, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।