সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুর থকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্স উল্টে রোগীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এ ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে যাচ্ছিল। দুর্ঘটনায় আহতরা হলেন- মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেন (৩৫) ও আর ১ জন। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকা (মেট্রো ছ-১১-৪০৬৮) নিউরো সাইন্স হসপিটালে যাচ্ছিল। হঠাৎ করে কাঁচপুর সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।