নিজস্ব সংবাদদাতা:
নেত্রী যাকে মনোনয়ন দিবে সেই আমাদের প্রার্থী, তার পক্ষে আমাদের কাজ করতে হবে এমনটাই বলেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সোমবার (৪ অক্টোবর) বিকালে রূপসী গাজী ভবনে আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল হাই বলেন, আমরা যে নামগুলো পাঠাচ্ছি সেই নামগুলো আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বাছাই করবে। তারপর নেত্রী চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে। আমরা নাম পাঠালাম নেত্রী মনোনয়ন দিলো না, এতে মন খারাপ করা যাবে না। কারণ নেত্রীর উর্ধ্বে আমরা কেউ না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়াসহ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।