ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আগামী ৯ অক্টোবর ডাকা বিশাল সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারি শওকত আলী। তার ভাষ্য মতে, ‘আগামী ৯ অক্টোবর সমাবেশ হবে না। এমপি মহোদয় আমাদেরকে এ ম্যাসেজ দিয়েছেন। উনি আপনাদের সাথে কুশল বিনিময় করবে আপনাদের সবাইকে সময় জানানো হবে। সোমবার (৪ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বর্ধিত সভায় শওকত আলী এ কথা জানান। সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি ওয়ালী মাহমুদ খান, একেএম শহিদুল ইসলাম, খন্দকার লুৎফর রহমান স্বপন, গিয়াস উদ্দিন, মো. আশরাফুল আলম, আব্দুল হাকিম চৌধুরী, মো. মঞ্জুরুল ইসলাম, হাজী মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, ফরিদ আহম্মেদ লিটন, মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাহবুব রহমান মাসুম, এমএ মান্নানসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর চাষাঢ়া রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক সভার আয়োজন করেন শামীম ওসমান। সেখানে তিনি বলেন, এনসিসির ২৭টা ওয়ার্ডে একেক দিন তিনটা ওয়ার্ডে কর্মীসভা হবে। আপনারা ওই ২৭টা ওয়ার্ডে কর্মীসভা করার পর আমি ওই সকল এলাকায় গিয়ে দেখে আসবো। যে ওই এলাকায় আপনাদের পায়ের নিচে মাটি কতটুকু আছে। এর পর গত ২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শীর্ষ ২ নেতা এই সমাবেশের কথা জানান। যদিও শামীম ওসমান এ বিষয়ে এখনো কিছু জানাননি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।