Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে করোনায় আক্রান্ত ৮

না’গঞ্জে করোনায় আক্রান্ত ৮

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৬ হাজার ২৬৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৩২৭ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন ও সদরে ৫ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত ৯ হাজার ৩৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত ৫ হাজার ৪৩৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০৬ ও মারা গেছেন ৩১ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৮২৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৭৪৩ জন ও মারা গেছেন ৬৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২০ জন। জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৭৭ হাজার ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২৩ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২৫ হাজার ৬৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮ হাজার ৮০৯ জন, সদর উপজেলার ৫ হাজার ২৯০ জন, রূপগঞ্জের ৪ হাজার ৫৩৮ জন, আড়াইহাজারের ১ হাজার ৭৯৯ জন, বন্দরের ২ হাজার ৫৭৭ ও সোনারগাঁয়ের ২ হাজার ৬৪৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com