Logo

হোমনায় কাইল্যা ডাকাত গ্রেফতার

হোমনায় কাইল্যা ডাকাত গ্রেফতার

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় একাধিক ডাকাতি মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত আকাশ ওরফে কাইল্যাকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় তার শ^শুর বাড়ি উপজেলার চরের গাঁও থেকে গ্রেফতার করা হয়। আকাশ উপজেলার শ্রীমদ্দি গ্রামের জজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ছয়টি ডাকাতি, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে এবং দুটিতে ওয়ারেন্টও রয়েছে। আকাশ এ পর্যন্ত পুলিশের হাতে চারবার গ্রেপতার হয়েছে। পুলিশ জানায়, চলতি বছরের ৫ মে তারিখে দলবল নিয়ে হোমনা থানাধীন কাচারীকান্দি টু চান্দেরচর রাস্তার বৈদ্যারকান্দি-বাহের কালমিনা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর অস্ত্রসস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে হোমনা থানার এএসআই আশেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ওরফে কাইল্যা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাঠের বাটসহ লম্বা তিন ফুট একটি রামদা, তিনটি ছোড়া, তিন ফুট লম্বা চারটি লোহার রড, পাঁচটি তিন-চার ফুট লম্বা কাঠের লাঠি উদ্ধার করে পুলিশে।
বুধবার রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরের গাঁও গ্রামের শ^শুর বাড়ি থেকে পুনরায় আকাশকে গ্রেপতার করে হোমনা থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, সে ডাকাতি ছেড়ে ঢাকায় অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এই দিন তার ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে এসেছিল। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশের তালিকাভ‚ক্ত ডাকাত আকাশ ওরফে কাইল্যা একাধিক ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, ছয়টি ডাকাতি, দুটি ডাকাতির প্রস্তুতিসহ মোট দশটি মামলা রয়েছে। গোপনা সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেপতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com