নিজস্ব সংবাদদাতা:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ- দুর্নীতি- লুটপাট বন্ধ এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শনিবার (৯ অক্টোবর) বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য কমরেড দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মÐলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আব্দুল হাই শরীফ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী কমরেড শাহানারা বেগম ও জেলা কমিটির সদস্য কমরেড ইকবাল হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে, ৭০ শতাংশ মানুষের আয় কমে গেছে, নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, পাঁচ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বর্তমানে বসবাস করছে। অপরদিকে চাল-ডাল-তেল-লবণ চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। সব মিলিয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সময়ে এই করোনাকালের মধ্যেও দেশে ঘুষ- দুর্নীতি- লুটপাট আরো বেড়েছে। মানুষের আয় যখন কমেছে তখন লুটপাটের মাধ্যমে ১১,৬৪৭ জন নতুন কোটিপতি বৃদ্ধি পেয়েছে; এতে বোঝা যায় আমাদের দেশে লুটপাটের অর্থনীতি কি পরিমাণ সীমা অতিক্রম করেছে। এই ঘুষ- দুর্নীতি- লুটপাট টিকিয়ে রাখার জন্য এবং লুটেরাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আজ ভোট, ভাত ও গণতন্ত্রের লড়াই একসাথে করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘুষ-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য ও গণতন্ত্র রক্ষায় ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য কমিউনিস্ট পার্টি ও বামপন্থীদের লড়াই অব্যাহত রাখতে হবে। এর সাথে মেহনতী মানুষের মুক্তির লড়াইও একইসাথে অব্যাহত থাকবে। এ লড়াইয়ে বাম ঐক্য ও বিকল্প শক্তিকে এগিয়ে নিতে হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।