রূপগঞ্জ সংবাদদাতা :
রূপগঞ্জে হৃদয় মিয়া (২১) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টরের পাঁচভাগের টেক নামক এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা বৃহস্পতিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার পর অটোরিক্সাটি নিয়ে যায়। নিহত হৃদয় উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকার টুকু মিয়ার ছেলে। সে ব্যাটারীচালিত অটোরিক্সার চালক । এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে নিহতের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। পরে ছবি দেখে নিহতের পরিবার লাশটি সনাক্ত করে। এ ঘটনা মামলা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।