নিজস্ব সংবাদদাতা:
করোনার সংক্রমন আগের তুলনায় বেশ কম। মৃত্যুর সংখ্যাটাও অনেকটা থমকে গেছে। ইতিমধ্যে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও, বিভিন্ন যায়গায় করোনার উপস্থিতি পাওয়ায় সে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৫জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৬ হাজার ২শ’ ৯১জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে শনিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৭৭হাজার ৮শ’ ২৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ৩জন, এনসিসি এলাকায় ১জন, রূপগঞ্জে ০জন, সদর উপজেলায় ১জন, সোনারগাঁ এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।