Logo
HEL [tta_listen_btn]

আমেরিকায় জিপচাপায় সোনারগাঁয়ের যুবক নিহত

আমেরিকায় জিপচাপায় সোনারগাঁয়ের যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা :
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গাড়ি চাপায় মারা গেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রবাসী যুবক আহমেদ আইদিদ ভুইয়া ভিকি (২৪)। সে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ ভুইয়া টুলুর বড় ছেলে। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর  রাত ৩টা ৪৭ মিনিটে প্যাটারসনের কাছাকাছি টটোয়া এলাকায় ৪৬ লাউঞ্জের সামনে (রুট- ৪৬ ওয়েস্ট) দুর্ঘটনায় পড়েন ভিকি। বিষয়টি নিশ্চিত করে টটোয়া পুলিশের প্রধান ক্যারমেন ভেনিজিয়ানো। পুলিশ জানায়, রাস্তায় একটি জিপ ভিকিকে চাপা দেয়। ওই গাড়ির চালক কাছাকাছি মরিসটাউনে থাকেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভিকি আমেরিকার গ্রীনকার্ডধারী ছিলেন। ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রে যান। তিনি তার বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে নিউইয়র্ক শহরের রিগো পার্ক এলাকায় থাকতেন। ভিকি কাজ করতেন অ্যামাজনের স্ট্যাটেন আইল্যান্ড সেন্টারে। চার মাস আগে দেশে বিয়ে করার পর থেকে নববধূকে তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টায় ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার রাতে সহকর্মী বন্ধু আমিনুল ইসলামের সঙ্গে আড্ডা দিতে পাশের নিউ জার্সির প্যাটারসনে গিয়েছিলেন। সেখানে একটি রেস্তোরাঁয় (৪৬ লাউঞ্জ, বার) গভীর রাত পর্যন্ত আড্ডার এক পর্যায়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমিনুল তার বন্ধুসহ পার্কিং লটে গাড়িতে ফেরেন। ভিকি তখনো রেস্তোরাঁয় ছিলেন। বেশ কয়েক মিনিট পর টহল পুলিশ গাড়ির কাছে এসে ছবি দেখিয়ে তাদের কাছে ভিকির পরিচয় জানতে চান। পরে পুলিশের সঙ্গে দৌড়ে গিয়ে রাস্তায় ভিকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন আমিনুল। বড় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ভিকির মা সায়েকা পারভিন এবং বাবা আনোয়ার জাহিদ। ভিকির একমাত্র বোন ঢাকায় থাকেন। এদিকে, ভিকির ঘনিষ্ঠ আত্মীয় সাঈদ ইমতিয়াজ রিগ্যান দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে ভার্জিনিয়া থেকে নিউ জার্সিতে যান। এ ঘটনা হত্যাকাÐ হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে টটোয়ায় মাত্র একজন পথচারীর মৃত্যু হয়েছে। এরপর গত ৩ অক্টোবর ৬১ বছর বয়েসী আরেকজনের প্রাণ যায়। এটি হল গত ১২ বছরে তৃতীয় পথচারীর মৃত্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com