Logo
HEL [tta_listen_btn]

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার নেতা এস.এম.কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ। নেতৃবৃন্দ বলেন, বাজারে ভয়াবহ আগুন। চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ এমন কোন পণ্য নেই যার দাম বাড়েনি। সরকার বলছে চালের কোন সংকট নেই, অথচ মোটা চাল ৫৪ টাকায় শ্রমজীবী মানুষকে কিনতে হচ্ছে। গত দেড় সপ্তাহে পিঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। একদিকে করোনাকালে ৭৬ ভাগ মানুষের আয় কমে গিয়েছে, বহু শ্রমিক চাকরি হারিয়েছে, অনেকের বেতন কমে গিয়েছে। আরেক দিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ ভয়াবহ সংকটে পড়ছে। শুধু তাই নয়, গত ৩ মাসে তিনবার এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম আগস্টে বাড়িয়ে ৯৯৩টাকা করা হয়, তারপর সেপ্টেম্বর মাসে ৪০টাকা বাড়িয়ে ১০৩৩টাকা করা হয়, আর অক্টোবর মাসে আরো ২২৬টাকা বাড়িয়ে ১২৬৯টাকা করা হলো। সম্পূর্ণ অযৌক্তিকভাবে সিলিন্ডার ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার স্বার্থে এ দাম বাড়িয়েছে বিইআরসি। নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার যেহেতু মধ্য রাতে সিল মেরে ক্ষমতায় এসেছে, সুতরাং জনগনের প্রতি তাদের দায় নেই। ফলে উচ্চ দ্রব্যমূল্যের চাপে জনগন পিষ্ট হলেও তাদের কিছু যায় আসে না। সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্থানীয় সরকারগুলোতেও নির্বাচনের নামে প্রহসন চলছে। নারায়ণগঞ্জেও বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে হুমকি-ধামকি দিয়ে অন্য প্রর্থীদের বসিয়ে দিয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি ক্ষমতাসীনরা চালু করছে। নেতৃবৃন্দ অবিলম্বে এলপিজিসহ সকল নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com